ন্যাভিগেশন মেনু

যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের নাগরিকদের আফগানিস্তান ত্যাগের নির্দেশ


আফগানিস্তানে অবস্থানরত যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের নাগরিকদের অবিলম্বে সে দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে দুই দেশের সরকার।

শনিবার (৭ আগস্ট) দেশ দুটি দূতাবাস তাদের আগফানিস্তান থেকে বেরিয়ে আসতে নির্দেশিকা জারি করেছে।

কাবুলে যুক্তরাষ্ট্রের দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, 'নিরাপত্তা পরিস্থিতি প্রেক্ষপটে এবং দূতবাসে কর্মীদের সংখ্যা কমে যাওয়ায়, এমনকী কাবুলের ভেতরেও যুক্তরাষ্ট্রের নাগরিকদের সহায্য করার জন্য দূতাবাসের ক্ষমতা অত্যন্ত সীমিত, তাই এই নির্দেশ দেওয়া হচ্ছে।'

এই নির্দেশিকাগুলি এ দুটি দেশেরই আগেকার অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এপ্রিলে যুক্তরাষ্ট্র দূতাবাসের সকল কর্মী যারা অন্য কোথাও থেকেও কাজ করতে পারেন তাদেরকে আফগানিস্তান ছেড়ে যেতে বলা হয়েছিল।

ব্রিটিশ দূতাবাসের একজন মুখপাত্র বলেন, 'আমরা এ ব্যাপারে আগাগোড়াই পরিস্কার ভাবে বলে এসেছি যে এখানে নিরাপত্তা পরিস্থিতি অনিশ্চিত।'

বিদেশি সৈন্যদের আফগানিস্তান থেকে প্রত্যাহার করা হবে এই ঘোষণার পর থেকে আফগানিস্তানে সহিংসতা ক্রমশই বৃদ্ধি পেয়েছে। তালেবান দেশে বিভিন্ন অঞ্চলে হামলা চালিয়েছে এবং গুরুত্বপূর্ণ কিছু সীমান্ত এলাকাসহ, তাদের দখলে নেয়া অঞ্চলের পরিমাণ এখন প্রায় দ্বিগুণ করেছে।

সাংবাদিক, মানবাধিকার কর্মী এবং সরকারি কর্মকর্তাদের লক্ষ্য করে হত্যার সংখ্যা এখন প্রায় আকাশচুম্বী। গত শুক্রবার জুম্মার নামাজের সময়ে সরকারের সংবাদমাধ্যম ও তথ্য কেন্দ্রের পরিচালক দাওয়া খানকে হত্যা করা হয়েছে।

তাছাড়া, শুক্রবার একটি প্রাদেশিক রাজধানী জরানজ দখলের পর শনিবার তালেবান জঙ্গিরা উত্তরাঞ্চলীয় প্রদেশ জাওজানের রাজধানী শেবারগান শহরটি দখল করেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিওতে দেখা গেছে শহরের আশে পাশে লড়াই তীব্র আকার ধারণ করলে জাওজান কারাগার থেকে বন্দিরা বেরিয়ে যাচ্ছে।

এডিবি/