ন্যাভিগেশন মেনু

যৌন হয়রানির অভিযোগে নিউইয়র্কের গভর্নরের পদত্যাগ


যৌন হয়রানির অভিযোগের প্রেক্ষিতে পদত্যাগের ঘোষণা দিয়েছেন নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো।

মঙ্গলবার (১০ আগস্ট) স্থানীয় সময় দুপুরে তিনি পদত্যাগের ঘোষণা দেন। তার বিরুদ্ধে ১১ জন নারীকে যৌন হয়রানি করার বিষয়টি তদন্ত প্রতিবেদনে উঠে আসার পর চাপের মুখে তিনি পদত্যাগ করলেন।

এর ফলে এক বছর আগে নিউ ইয়র্কের মহামারির দুর্যোগময় দিনগুলোতে তিনি প্রতিদিনের ব্রিফিং এবং নেতৃত্ব দিয়ে জাতীয়ভাবে প্রশংসিত হবার পর, তার পতন হলো।

মঙ্গলবার কুমো বলেন, “সরকারকে শাসনকাজে ফিরিয়ে দেওয়া এবং এ কাজে আমার সহায়তা করার সবচেয়ে ভালো পন্থা হচ্ছে ক্ষমতা থেকে আমার সরে দাঁড়ানো।”

বিবিসি জানায়, কুমোর পদত্যাগ কার্যকর হবে ১৪ দিনের মধ্যেই। 

সরকারি পর্যায়ে আইনগতভাবে তার ওপর পদত্যাগের চাপ সৃষ্টি হলে, তিনবারের নির্বাচিত গভর্নর কুমো এই সিদ্ধান্ত নেন।

তদন্তকারীরা জানান, তিনি মহিলাদেরকে অবাঞ্ছিতভাবে চুমো খেতেন, তাদের স্তন ও পশ্চাৎভাগে অসঙ্গতভাবে হাত দিতেন, তাদের চেহারা এবং যৌনজীবন সম্পর্কে অশ্লীল মন্তব্য করতেন এবং কর্মক্ষেত্রে ভয়-ভীতির একটা পরিবেশ গড়ে তুলেছিলেন।

তার স্থলে ৬২ বছর বয়সী একজন ডেমোক্রাট ও কংগ্রেসের প্রাক্তন সদস্য, ক্ষমতা তখন চলে যাবে লেফটেনেন্ট গভর্নর ক্যাথি হকুল রাজ্যের ৫৭তম গভর্নর হিসাবে দায়িত্ব নিতে চলেছেন। ক্যাথি হবেন এই রাজ্যে প্রথম কোনও মহিলা গভর্নর।

নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লাটিশিয়া জেমস গত ৩ আগস্ট কুমোর বিরুদ্ধে তার পাঁচ মাসের তদন্ত প্রতিবেদন প্রকাশ করেন। এরপরই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন-সহ অন্যান্যরা কুমোর পদত্যাগের দাবি তুলেন।

তবে প্রতিবেদনটি প্রকাশের পর কুমো অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি ভুল কিছু করেননি।

এডিবি/