ন্যাভিগেশন মেনু

রাজবাড়ীতে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ


রাজবাড়ীতে গ্রামীণ অসহায় নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে রাজবাড়ী সদর উপজেলার ২৬৫ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

বুধবার (১৬ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের ২০২০-২০২১ অর্থবছরের টিআর প্রকল্পের আওতায় রাজবাড়ী যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মেলন কক্ষে এই সেলাই মেশিন বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে সংরক্ষিত মহিলা আসন-৩৩৪ এর সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা উপস্থিত নারীদের হাতে সেলাই মেশিন তুলেদেন।

সেলাই মেশিন বিতরণকালে সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নারীদের নিয়ে অনেক চিন্তা করেন। অনেক কাছ থেকে দেখেছি তিনি নেতাকর্মীদের নিয়ে ভাবেন। আমার বাবা রাজবাড়ীতে আওয়ামীলীগের প্রথম সংসদ সদস্য ছিলেন। আমাদের পরিবারের কথা তিনি চিন্তা করে আমাকে সংসদ সদস্য বানিয়েছেন। আমিও তাকে মায়ের মতো শ্রদ্ধা করি। তার দিকনির্দেশনা মেনে কাজ করে যাচ্ছি। আজকের এই সেলাই মেশিন এক একটি পরিবারের জন্য অনেক সহায়ক ভূমিকা পালন করবে।’

এ সময় রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমি মো. সায়েফের সভাপতিত্বে যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. আতাউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনোয়ার হোসেন, আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হাসান সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

কে আর আই/এমআরআর/ওআ