ন্যাভিগেশন মেনু

রাজবাড়ীতে করোনা প্রতিরোধে প্রচারাভিযান শুরু


আবারও দেশে বেড়েছে করোনা সংক্রমণের হার। বিগত কয়েকদিনের ব্যবধানে সংক্রমণের হার বেড়েছে কয়েকগুণ। তাই জনসচেতনতার কোনো বিকল্প নেই।

মঙ্গলবার (২৩ মার্চ) সকালে জেলা শহরের খলিফাপট্টি এলাকায় সচেতনতামূলক প্রচারণার অংশ হিসাবে মাস্ক বিতরণ ও কন্ট্রোলরুম স্থাপন করা হয়।

এরই পরিপ্রেক্ষিতে জেলার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী এরাদত আলীর পক্ষ থেকে বাজারের বিভিন্ন পয়েন্টে ১৮টি মাইক দিয়ে ক্রেতা বিক্রেতাদের উদ্দেশ্যে করোনাভাইরাস সংক্রমণ থেকে রক্ষা পেতে সামাজিক দুরত্ব, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের অনুরোধ জানান।

তিনি বলে, সর্বসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য বাজার কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে। অনুগ্রহপূর্বক সরকারি নির্দেশনা মেনে চলুন। নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন, দেশকে ভালো রাখুন।

এ সময় উপস্থিত ছিলে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম সোহাগসহ প্রমুখ।

কেআরআই/এসএ/এডিবি/