ন্যাভিগেশন মেনু

রাজবাড়ীতে করোনা মোকাবেলায় মাস্ক ও স্যানিটাইজার বিতরণ


করোনাভাইরাসের সংক্রমণ রোধে 'মাস্ক পরার অভ্যাস, করোনামুক্ত বাংলাদেশ' এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশের মতো রাজবাড়ীতেও মাস্ক ও স্যানিটাইজার বিতরণ শুরু করেছে জেলা পুলিশ।

রবিবার (২১ মার্চ) সকাল ১১টায় জেলার বড়পুল এলাকায় পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু, সহকারী পুলিশ সুপার মো. সালাউদ্দিন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদারসহ পুলিশ সদস্যরা।

পুলিশ সুপার শাকিলুজ্জামান বলেন, 'দেশে করোনা মোকাবেলায় পুলিশ প্রথম থেকে অগ্রণী ভূমিকা পালন করছে। আইজিপি স্যারের নির্দেশে আজ থেকে সারাদেশে একযোগে এই ক্যাম্পেইনটি চালু হলো। আমি মনে করি কাউকে জোড় করে নয়, সচেতনতা বৃদ্ধির মাধ্যমে আমরা জণগণকে মাস্ক পড়ায় উদ্বুদ্ধ করতে পারবো।'

রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলাহাজ্ব কাজী কেরামত আলী বলেন, 'পুলিশের এই উদ্যেগকে আমরা সাধুবাদ জানাই। করোনার প্রথম ধাপ আমরা মোকাবেলায় সক্ষম হয়েছি। আমরা সবাই সচেতন হলে দ্বিতীয় ধাপটিও মোকাবেলা করতে পারবো। পুলিশের পাশাপাশি আমরা যারা জনপ্রতিনিধি, তারাও এধরনের উদ্যেগ গ্রহণ করবো।'

কেআরবি/এসএ/এডিবি