ন্যাভিগেশন মেনু

রাতে তাপমাত্রা কমতে পারে


আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

এখন  পুরোদেশ জুড়ে বইছে দাবদাহ। তবে স্বস্তির কথা হচ্ছে- বৃষ্টির সম্ভবনা রয়েছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে- সঙ্গে থাকতে পারে বজ্রসহ বৃষ্টি।

এদিকে প্রচণ্ড গরমে অস্বস্তিতে পড়েছে মানুষের জীবন। এ মাসে বেশ কয়েকবার তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুই ছুই করেছে।

এছাড়াও আবহাওয়াবিদরা বলেন, তাপমাত্রা বাড়ার মূল কারণ হচ্ছে, অন্য সময়ের তুলনায় এখন দিন অনেক দীর্ঘ। এ কারণে সূর্য অনেক সময় ধরে আলো ছড়াতে থাকে।এতে গরম অনুভূত হয়। এছাড়া বাতাসের তীব্রতা বাড়ার কারণেও গরমের তীব্রতা বাড়ে।

এমআইআর /এসএস