ন্যাভিগেশন মেনু

রাসেলকে ১০ লাখ টাকা দিলো গ্রীনলাইন


গ্রীনলাইন পরিবহনের বাসচাপায় পা হারানো রাসেল সরকারকে ১০ লাখ টাকার চেক দিয়েছে বাসটির মালিক কর্তৃপক্ষ।

সোমবার (৮ ফেব্রুয়ারি) আদালতের মাধ্যমে এই টাকার চেক প্রদান করা হয়। আগামী দুই মাসের মধ্যে পরবর্তী ১০ লাখ টাকা পরিশোধ করা হবে।

২০১৮ সালের ২৮ এপ্রিল মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে গ্রীনলাইন পরিবহনের ধাক্কায় প্রাইভেটকারচালক রাসেল সরকারের বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়।

এরপর, হাইকোর্ট গ্রিনলাইন পরিবহন মালিককে ৫০ লাখ টাকা জরিমানা করে। গত ১১ এপ্রিল হাইকোর্টের নির্দেশ অনুযায়ী গ্রিনলাইন পরিবহন মালিক রাসেলকে ৫ লাখ টাকা দেয়। বাকি ৪৫ লাখ টাকা ৩০ দিনের মধ্যে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

পা হারানো রাসেলের বাবার নাম শফিকুল ইসলাম, গ্রামের বাড়ি গাইবান্ধার পলাশবাড়িতে। ঢাকার আদাবর এলাকার সুনিবিড় হাউজিং এলাকায় তার বাসা। ওই দুর্ঘটনার পর সরকারি দলের সংরক্ষিত আসনের সাবেক এমপি আইনজীবী অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি একই বছরে ১৪ মে হাইকোর্টে ক্ষতিপূরণ চেয়ে একটি রিট আবেদন করেন।

ওআ/