ন্যাভিগেশন মেনু

রিজেন্ট গ্রুপের সাহেদ-মাসুদের ৫২ ব্যাংক হিসাব জব্দের আদেশ


রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান প্রতারক মো. সাহেদে করিম ও ব্যবস্থাপনা পরিচালক এমডি মাসুদ পারভেজের ৫২টি ব্যাংক হিসাব জব্দ করার আদেশ দিয়েছে আদালত। এসব একাউন্টে প্রায় ১১ কোটি টাকা রয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েসের আদালতে সিআইডি পুলিশ এ আবেদন করেন। পরে আদালত সিআইডির পরিদর্শক মনিরুজ্জামানের আবেদনটি মঞ্জুর করে এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, সাহেদ  ও মাসুদ পারভেজের ৫২টি ব্যাংক হিসাবের মধ্যে সাহেদের ৪৩টি ও এমডি মাসুদ পারভেজের ১৫টি ব্যাংক হিসাব রয়েছে।

উল্লেখ্য, গত ৬ জুলাই র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর কার্যালয়ে অভিযান চালায়। পরীক্ষা ছাড়াই করোনার সনদ দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও অর্থ হাতানোর প্রমাণ পায় র‍্যাব। গত ৭ জুলাই র‌্যাব রিজেন্ট হাসপাতাল ও তার মূল কার্যালয় সিলগালা করে দেয় ও সাহেদসহ ১৭ জনের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় নিয়মিত মামলা দায়ের করে।

গত ১৫ জুলাই প্রতারণার ৪ মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদকে ভারতে পালিয়ে যাওয়ার সময় সীমান্ত এলাকা থেকে বোরখা পরা অবস্থায় গ্রেপ্তার করে র‌্যাব। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়।

ওয়াই এ/এডিবি