ন্যাভিগেশন মেনু

রোম থেকে দেশে ফিরেছেন আরও ১৫৫ বাংলাদেশি


মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস (কভিড-১৯) আক্রান্ত দেশ ইতালি থেকে ঢাকায় ফিরেছেন আরও ১৫৫ জন প্রবাসী বাংলাদেশি।

রবিবার (১৫ মার্চ) সকাল সোয়া ৮টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তারা।

এ প্রসঙ্গে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শাহরিয়ার সাজ্জাদ বলেন, ইতালি থেকে ফেরা আরও ১৫৫ বাংলাদেশি রবিবার সকালে দেশে ফিরেছেন। প্রাথমিকভাবে হিট ডিটেক্টর দিয়ে সবার তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে। এরপর দেওয়া হবে হেলথ কার্ড। সেখানে তাঁরা কোথায় ভ্রমণ করেছেন এবং কোনো ধরনের শারীরিক সমস্যা আছে কি-না সে সম্পর্কে বিস্তারিত তথ্য দেবেন। পরে প্রাথমিকভাবে তাদের আশকোনা হজ ক্যাম্পে অস্থায়ী কোয়ারেন্টাইনে রাখা হবে।

এর আগে  শনিবার (১৪ মার্চ) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ইতালি থেকে আরও ৫৮ জন দেশে ফিরেছেন। বিমানবন্দরে নামার পর তাঁদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পরে দুটি বিশেষ বাসে করে তাঁদের গাজীপুরে নিয়ে কোয়ারেন্টাইনের জন্য নিয়ে যাওয়া হয়।

তাছাড়া শনিবার দুই দফায় সকাল সোয়া ৮টায় ১৪২ জন ও রাত সাড়ে ৮টার দিকে ৩৪ জন দেশে ফেরেন।

তাদের সবাইকে আশকোনায় হজক্যাম্পে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে প্রথম দফায় ১৪২ জনকে প্রায় ১১ ঘণ্টা পর কোয়ারেন্টাইন থেকে ছেড়ে দেওয়া হয়।

এর আগে, দেশের মানুষের স্বার্থ বিবেচনায় ইতালিফেরতদের কোয়ারেন্টাইনে থাকার অনুরোধ জানানো হলেও তারা সরকারি নির্দেশনা মেনে চলতে অস্বীকৃতি জানায়। পরীক্ষা-নিরীক্ষার জন্য তাঁদের আশকোনা হজক্যাম্পে নেওয়া হলে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এক পর্যায়ে তাদের নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সেনাসদস্য মোতায়েন করা হয়।

পরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ সাংবাদিকদের ব্রিফিংয়ে বলেন, ইতালিফেরত যে ১৪২ জনকে হজক্যাম্পে আনা হয়েছিল, তাদের স্বাস্থ্যপরীক্ষা করা হয়েছে। কারও শরীরেই করোনার লক্ষণ নেই। এখন যারা বাড়ি যেতে চাচ্ছেন, তাদের যেতে দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, তারা বাড়িতে গিয়ে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকবেন। তবে বাড়ি যাওয়ার পথে তারা কোনো গণপরিবহন ব্যবহার করতে পারবেন না। ব্যক্তিগত গাড়িতে পুলিশের পাহারায় তাদের বাড়ি ফিরতে হবে।

এডিবি/

আরো পড়ুন: