ন্যাভিগেশন মেনু

টঙ্গীর তুরাগ তীরে শুরু জোড় ইজতেমা


প্রতি বছরের ধারাবাহিকতায় আম বয়ানের মধ্য দিয়ে মাওলানা যোবায়ের অনুসারীদের জোড় ইজতেমার কর্মসূচি শুরু হয়েছে।

শুক্রবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে টঙ্গীর ইজতেমা ময়দানে শুরু হয় জোড় ইজতেমা। 

আয়োজক সূত্রে জানা যায়, ‘অন্যান্য বছর এ ইজতেমা পাঁচ দিনব্যাপী হলেও এবার করোনা পরিস্থিতির কারণে তা মাত্র ২৪ ঘণ্টার জন্য অনুষ্ঠিত হবে। শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে জোড় ইজতেমার প্রথম পর্ব।’

আর তাই বুধবার ও বৃহস্পতিবার আগেভাগেই ইজতেমা ময়দানে জড়ো হন মুসল্লিরা।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, ‘ঢাকার কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম ও তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় মুরুব্বি হাফেজ মাওলানা জোবায়ের আহমেদের অনুসারী চার জেলার মোট ৪ হাজার তিন চিল্লার সাথীরা অংশ নিচ্ছেন।’

তিনি আরও জানান, ‘প্রশাসনের পক্ষ থেকে তিন চিল্লার সাথীদের ইজতেমা ময়দানে পরামর্শ সভা করার জন্য শুক্রবার সকাল ১০টা থেকে শনিবার সকাল ১০টা পর্যন্ত ২৪ ঘণ্টার জন্য সময় দেওয়া হয়েছে।’

ওয়াই এ/এডিবি