ন্যাভিগেশন মেনু

লকডাউনে হাইকোর্ট বিভাগের কার্যক্রম সীমিত পরিসরে চলবে


করোনাভাইরাসের প্রার্দুভাবে সরকারের ঘোষিত ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত লকডাউনে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের কার্যক্রম সীমিত পরিসরে চলবে।

এই সময়ে রিট ও দেওয়ানি, ফৌজদারি এবং কোম্পানি ও অ্যাডমিরালিটি সংক্রান্ত তিনটি একক বেঞ্চ ভার্চ্যুয়ালি চলবে। তবে বিচারকসহ সবাইকে নিজ বাসস্থান থেকে যুক্ত হতে হবে।

বুধবার (৩০ জুন) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আলী আকবরের স্বাক্ষরে এই বিজ্ঞপ্তি জারি হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উপযুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, করোনাভাইরাসের প্রার্দুভাবজনিত উদ্ভূত পরিস্থিতিতে হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত সীমিত পরিসরে চলবে।

রিট ও দেওয়ানি, ফৌজদারি এবং কোম্পানি ও অ্যাডমিরালিটি সংক্রান্ত একটি করে মোট তিনটি বেঞ্চ ভার্চ্যুয়াল উপস্থিতির মাধ্যমে অতি জরুরি বিষয়ে শুনানি করেবেন। তবে বিচারকসহ সবাইকে নিজ বাসস্থান থেকে যুক্ত হতে হবে।

এই সময়ে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আইনজীবী এবং বিচারপ্রার্থীদের না আসার জন্য অনুরোধ করা হয়েছে।

সিবি/ওআ