ন্যাভিগেশন মেনু

লতিফ সিদ্দিকীর দুদকের মামলার কার্যক্রম স্থগিত


সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) এই মামলায় অভিযোগ গঠনের বিরুদ্ধে করা রিভিশন আবেদনের শুনানি নিয়ে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে লতিফ সিদ্দিকীর পক্ষে শুনানি করেন আইনজীবী জেয়াদ আল মালুম।

দুদকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

খুরশীদ আলম খান বলেন, মামলাটি বর্তমানে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে। এর আগে এ মামলায় লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। সে অভিযোগ গঠনের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করা হলে আদালত ছয় মাসের জন্য মামলাটির কার্যক্রম স্থগিতের আদেশ দিয়েছেন।

২০১৭ সালের ১৭ অক্টোবর রাতে দুদকের বগুড়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বাদী হয়ে আদমদীঘি থানায় লতিফ সিদ্দিকীসহ দু’জনের বিরুদ্ধে মামলা করেন। অপর আসামি হলেন, বগুড়া শহরের কাটনারপাড়া এলাকার জাহানারা রশিদ।

গত বছরের ১৭ নভেম্বর এ মামলায় লতিফ সিদ্দিকীকে হাইকোর্টের দেওয়া ছয় মাসের জামিনের বিরুদ্ধে করা দুদকের আবেদন খারিজ করে তাঁর জামিন বহালের আদেশ দেন আপিল বিভাগ।

এডিবি