ন্যাভিগেশন মেনু

শিক্ষার্থীদের টিকা দিয়েই শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে: মন্ত্রিপরিষদ সচিব


শিক্ষার্থীদের টিকার আওতায় এনে সরকার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে ভাবছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার (১৭ মে) সচিবালয়ে মন্ত্রিপরিষদের সভা শেষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘স্কুল-কলেজ খোলার বিষয়ে আলোচনা হয়েছে। গভর্নমেন্ট ইন্সট্রাকশন দিয়ে দিয়েছে, ইউনিভার্সিটি বা কলেজের যে হোস্টেলগুলো আছে সেগুলোতে অলরেডি ৪০টার মতো রিপেয়ার শুরু হয়ে গেছে।’

তিনি বলেন, যতো তাড়াতাড়ি সম্ভব এসব কাজ শেষ করার নির্দেশনা আছে।

সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শুরু হয় মন্ত্রিপরিষদ বৈঠক। ভার্চুয়াল বৈঠকে গণভবন থেকে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সচিবালয় থেকে যুক্ত ছিলেন মন্ত্রিসভার অন্য সদস্যরা।

প্রসঙ্গত, করোনাভাইরাস মহামারির কারনে গত বছরের মার্চের মাঝামাঝি থেকে বন্ধ আছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান।

এডিবি/