ন্যাভিগেশন মেনু

শিশু তুহিন হত্যায় বাবা-চাচার মৃত্যুদণ্ড


শিশু তুহিন হত্যা মামলায় তুহিনের বাবা আব্দুল বাছির, চাচা নাছির উদ্দিনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত।

এছাড়া আদালত এ মামলার অপর দুই আসামি তুহিনের চাচা মাওলানা আব্দুল মোছাব্বির ও জমসেদ আলীকে খালাস দিয়েছেন।

সোমবার (১৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় আসামীদের উপস্থিতিতে আদালত চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণা করেন জেলা ও দায়রা জজ ওয়াহিদুজজামান শিকদার।

২০১৯ সালের ১৩ অক্টোবর দিবাগত রাতে কেজাউড়া গ্রামের তাদের প্রতিপক্ষকে ফাঁসাতে ঘুম থেকে তুলে নিয়ে গিয়ে নিমর্মভাবে হত্যা করা হয় শিশু তুহিনকে। আসামীরা শিশু তুহিনের কান, পুরুষাঙ্গ কেটে পেটে প্রতিপক্ষের নাম লিখা দুটি চাকু ডুকিয়ে বাড়ির পাশে একটি কদম গাছে ঝুলিয়ে রাখে।

এ ঘটনায় নিহত তুহিনের মা বাদী হয়ে ৫ জনকে আসামি করে দিরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আবু তাহের মোল্লা তদন্ত শেষে বাবা চাচা ও ভাইসহ ৫ আসামির বিরুদ্ধে ২০১৯ সালের ৩০ ডিসেম্বর অভিযোগপত্র দাখিল করেন।

এরপর মামলায় দুই আসামি চাচা নাছির উদ্দিন ও চাচাতো ভাই শাহরিয়ার খুনের কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেন।

এমআইআর/এডিবি

আরো পড়ুন: