ন্যাভিগেশন মেনু

সবাইকে নিয়ে কাজ করবো: জিএম কাদের


জাতীয় পার্টির (জাপা) ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার পর জিএম কাদের বলেছেন, তিনি সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবেন।

রবিবার দুপুরে রাজধানীর বনানীতে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জিএম কাদের একথা বলেন। নতুন দায়িত্ব নেওয়ার আগে তিনি দলের কো-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

জিএম কাদের জানান, জাতীয় পার্টির চেয়ারম্যান শারীরিকভাবে অসুস্থ থাকায় তিনি আমাকে দলের ভারপ্রাপ্ত   চেয়ারম্যান করেছেন। তার এ সিদ্ধান্ত রাজনীতির প্রচলিত ব্যবস্থার বাইরে নয়।’

তিনি বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা সঠিকভাবে পালনের চেষ্টা করবো। দলকে আরও শক্তিশালী করার চেষ্টা করবো। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, জাতীয় পার্টির মহাসচিব পদে কোনো পরিবর্তন আসছে না। এ ধরণের খবরে কেউ কান দেবেন না।

আরো পড়ুনঃ

একই ধরণের সংবাদ পেতে এখানে ক্লিক করুন

জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ঘোষণা নিয়ে বিভ্রান্তি না ছড়াতে হুসেইন মুহম্মদ এরশাদ অনুরোধ করেছেন বলে জানান কাদের।

শনিবার রাত ১১টার দিকে বারিধারায় নিজ বাসভবনে এক জরুরি সংবাদ সম্মেলন ডেকে সাবেক রাষ্ট্রপতি  হুসেইন মুহম্মদ এরশাদ তার ছোট ভাই জিএম কাদেরকে জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেন।

এরশাদ জানান, শারীরিক অসুস্থতার জন্যে তিনি অনেক সাংগঠনিক দায়িত্ব পালন করতে পারছেন না। তাই সুস্থ না হওয়া পর্যন্ত জিএম কাদেরই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের হিসেবে দায়িত্ব পালন করবেন বলে  জানানো হয়। ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সহায়তা করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

বিস্তারিত সংবাদপেতে ভিজিট করুন আজকের বাংলাদেশ পোস্ট