ন্যাভিগেশন মেনু

সিনহা হত্যায় ফের রিমান্ডে প্রদীপ


অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় ওসি প্রদীপ কুমার দাশের চতুর্থ দফায় আরও একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

সোমবার (৩১ আগস্ট) কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ এ আদেশ দেন। তৃতীয় দফায় রিমান্ড শেষে প্রদীপকে আদালতে হাজির করা হয়। এরপর আবেদনের পরিপ্রেক্ষিতে এ রিমান্ড মঞ্জুর করা হয়।

র‌্যাব সূত্র জানায়, এরইমধ্যে এ মামলায় প্রধান আসামি লিয়াকত ও এপিবিএনের তিন সদস্য আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ সোমবার আদালতে জবানবন্দি দিচ্ছেন নন্দদুলাল রক্ষিত।

এর আগে আত্মসমর্পণের পর ৬ আগস্ট প্রদীপ, লিয়াকত ও নন্দদুলালসহ সাত পুলিশের সাতদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এরপর সাতদিনের রিমান্ড শেষে দ্বিতীয় দফায় ২৪ আগস্ট আরো সাতদিনের রিমান্ড চেয়েছিল র‌্যাব। আদালত চারদিনের রিমান্ড মঞ্জুর করে। ওই চারদিন রিমান্ড শেষ হলে তদন্তের স্বার্থে তৃতীয় দফায় আরো চারদিনের আবেদন করা হয়। পরে ২৮ আগস্ট আদালত তাদের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করে।

ওআ/