ন্যাভিগেশন মেনু

সিলেটে ১৯টি ওয়ার্ডকে রেড জোনে হিসেবে চিহ্নিত


করোনার সংক্রমন রোধে ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সিলেট নগরীর ২৭টি ওয়ার্ডের মধ্যে ১৯টি ওয়ার্ডকে রেড জোন করার প্রস্তাব দিয়েছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)।

করোনার সংক্রমণের ওপর নির্ভর করে সরকারি সিদ্ধান্ত অনুযায়ি  সিসিকের পক্ষ থেকে পুরো নগরীকে ওয়ার্ডভিত্তিক রেড, ইয়েলো ও গ্রিন জোনে ভাগ করে প্রস্তাবনা সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে।

এ বিষয়ে সিলেট  সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য নির্বাহী কর্মকর্তা জানান, ‘অতিরিক্ত সংক্রমণের জন্য নগরীর ১৯টি ওয়ার্ডকে রেড জোনে রাখার পাশাপাশি ৪ টি ওয়ার্ডকে ইয়েলো এবং ৫ টি ওয়ার্ডকে গ্রিন জোনে রাখা হয়েছে।‘

সিসিকের প্রস্তাবনা অনুযায়ি, রেড জোনে রয়েছে এক থেকে ৯ নম্বর ওয়ার্ড ও ২৭ নং ওয়ার্ড, ১২ থেকে ১৪ নম্বর ওয়ার্ড, ১৬ ও ১৭ নম্বর ওয়ার্ড এবং ১৯ থেকে ২২ নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডগুলো পুরোপুরি লকডাউন হতে পারে।

এছাড়া নগরীর ১০, ১৫, ১৮ ও ২৭ নম্বর ওয়ার্ডকে ইয়েলো জোনে রাখার প্রস্তাব করা হয়েছে। নগরীর ১১ নম্বর ওয়ার্ড এবং ২৩ থেকে ২৬ নম্বর ওয়ার্ড পর্যন্ত তুলনামূলক কম সংক্রমিত এলাকা হিসেবে গ্রিন জোনে রাখা হয়েছে।

উল্লেখ্য, ‘করোনার সংক্রমণের ওপর নির্ভর করে ইতোমধ্যে ঢাকাসহ সারাদেশকে রেড, ইয়েলো ও গ্রিন জোনে ভাগ করেছে। এসব এলাকায় ১৬ থেকে ৩০ জুন পর্যন্ত অফিস, গণপরিবহনসহ অর্থনৈতিক কর্মকাণ্ড কীভাবে পরিচালিত হবে এবং কোন ক্ষেত্রে নিষেধাজ্ঞা বহাল থাকবে সেই বিষয়ে সরকার নির্দেশনাও জারি করেছে। শুধুমাত্র রেড জোনের আওতাভুক্ত এলাকা সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।’

এমআইআর/এডিবি