ন্যাভিগেশন মেনু

হাইকোর্টে তলব করলো খালেদা জিয়ার জন্মসনদ

হাইকোর্টে রিটটি করেন আইনজীবী নাহিদ সুলতানা যুথি


ফের জন্মদিন নিয়ে আইনের মুখোমুখি প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।তার জন্মনিবন্ধন, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র সংক্রান্ত নথিপত্র তলব করেছেন হাইকোর্ট।  

জাতীয় শোক দিবস ১৫ আগস্টের দিনে তার জন্মদিন পালনের বৈধতা চ্যালেঞ্জ করা রিটের শুনানি শেষে আজ রবিবার হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ নথিপত্র তলব করেন। বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বে গঠিত ভার্চুয়াল দ্বৈত বেঞ্চ আগামী দুই মাসের (৬০ কার্যদিবস) মধ্যে এসব নথিপত্র দাখিলের নির্দেশ দিয়েছেন। 

রবিবার (১৩ জুন) সকালে হাইকোর্টে রিটটি করেন আইনজীবী নাহিদ সুলতানা যুথি। 

এরআগে খালেদা জিয়া একাধিক দিনে তার জন্মদিন করেছেন। যা দেশজুড়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। কয়েক বছর আগে ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন ভূয়া উল্লেখ করে সাংবাদিক গাজী জহির একটি মামলা করেন।

 রিটে স্বরাষ্ট্র্র মন্ত্রকের সচিব, পরিবার পরিকল্পনা মন্ত্রকের সচিব, আইজিপি, ডিএমপি কমিশনার, গুলশান থানার ওসি ও খালেদা জিয়াকে বিবাদী করা হয়।

রিট আবেদনে খালেদা জিয়ার সব শিক্ষাগত যোগ্যতা ও জন্ম নিবন্ধনের নথি হাইকোর্টে দাখিলের নির্দেশনা চাওয়া হয়।এর আগে খালেদা জিয়ার ১৫ আগস্ট জন্মদিন পালনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মামুন অর রশিদ। 

এবার খালেদা জিয়ার একটি সিঙ্গেল জন্মদিন নির্দিষ্ট করার নির্দেশনাও চাওয়া হয়। রিটকারীর আইনজীবী নাহিদ সুলতানা যুথি বলেন, রাষ্ট্রের যেসব জায়গায় খালেদা জিয়ার জন্মনিবন্ধন বা জন্ম সংক্রান্ত তথ্য দেওয়া আছে, সেখান থেকে তার সব তথ্য সরবরাহের নির্দেশনা চেয়েছি। 

একই সঙ্গে খালেদা জিয়ার সঠিক ও সুনির্দিষ্ট জন্মতারিখ ঘোষণারও নির্দেশনা চেয়েছি।

এস এস