ন্যাভিগেশন মেনু

১৭ এপ্রিলের মধ্যে ঢাবির সব শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে: উপচার্য


আগামী ১৭ এপ্রিলের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভা শেষে ঢাবির উপাচার্য এ কথা জানান।

এসময় ঢাবি উপাচার্য বলেন, ‘হল খোলার এক মাস আগেই শিক্ষার্থীদের টিকার প্রথম ডোজ সরকারকে নিশ্চিত করতে হবে। নিজ ব্যবস্থাপনায় নেওয়া বিভিন্ন বিভাগের পরীক্ষাসমূহ চলমান থাকবে। তবে বিশ্ববিদ্যালয় খোলার আগে নতুন করে কোনও পরীক্ষা নেওয়া হবে না।’

এমআইআর/ওআ