ন্যাভিগেশন মেনু

১৭ ঘণ্টা পরও খোঁজ মেলেনি তুরাগ নদে পড়া ট্যাক্সিক্যাবের


১৭ ঘণ্টা পরও খোঁজ মেলেনি  সাভারের আমিনবাজার সালেহপুর ব্রিজ থেকে তুরাগ নদে পড়ে যাওয়া ট্যাক্সিক্যাব ও চালকের।

সাভার থানার ওসি এএসএম সায়েদ জানান, গতকাল রবিবার ট্যাক্সিক্যাবটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার সালেহপুর ব্রিজ থেকে তুরাগ নদে পড়ে যায়। রাতে দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে।

সোমবার অভিযান কার্যক্রম  চললেও খোঁজ মেলেনি  ট্যাক্সিক্যাবের এবং এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি।

ট্যাক্সিক্যাবটি ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিসের। চালকের নাম জিয়াউর রহমান। তিনি সাভার থেকে ঢাকা যাচ্ছিলেন।

ট্রাফিক পরিদর্শক আবুল হোসেন জানিয়েছেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে সেতুতে প্রবেশের মুখে নিরাপত্তামূলক ছোট খুঁটি বেঁকে গেছে। এতে ট্যাক্সিক্যাবটি নদীতে পড়ে ডুবে গেছে।

তিনি বলেন, ট্যাক্সিক্যাবটিতে স্বজন ছিল বলে দাবি করে কেউ খোঁজ নিতেও পুলিশের কাছে কেউ আসেনি বলে জানিয়েছেন।


এস এ / এসএস