ন্যাভিগেশন মেনু

৮টি শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন


ভোলা টেকনিক্যাল স্কুল ও কলেজের নেতৃত্বে ভোলার ৮ টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে।

রবিবার সকালে ভোলা টেকনিক্যাল স্কুল ও কলেজসহ আরো ৭ টি প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী ও শিক্ষকগণ সকাল প্রায় ১০ টার দিকে বর্ণাঢ্য র‌্যালি  নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সমবেত হয়।

এরপর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দাড়িয়ে রেলিতে অংশগ্রহণকারী প্রায় সহস্রাধিক শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক মোঃ মাসুদ আলম ছিদ্দিক বলেন, মুজিববর্ষে উপজেলা পর্যায়ে ৩২৯টি টেকনিক্যাল স্কুল ও কলেজ (টিএসসি) স্থাপন (২য় পর্যায়) শীর্ষক প্রকল্পটি একনেক সভায় অনুমোদিত হওয়ায় বাংলাদেশে কারিগরি শিক্ষার ব্যাপক প্রসার ঘটবে।

এ সময় ভোলার ৮ টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে প্রধানমন্ত্রীর প্রতি লিখিত ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপনের সোনালি ফ্রেমে বাঁধানো স্মারক জেলা প্রশাসক মোঃ মাসুদ আলম ছিদ্দিকের হাতে তুলে দেন ভোলা টেকনিক্যাল স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ বাদশা মিয়া।

এ সময় আরো উপস্থিত ছিলেন, ঐ স্কুলের অটো মোবাইল বিষয়ের চিপ ইন্সট্রাক্টর মোঃ মিজানুর রহমান সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক প্রতিনিধি গণ। এই সমাবেশের সার্বিক তত্বাবধানে ছিলেন, ভোলা টেকনিক্যাল স্কুল ও কলেজের রেফ্রিজারেশন বিষয়ের ইন্সট্রাক্টর মোঃ আনিসুর রহমান।

অংশ গ্রহণকারী অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান গুলো হলো- ভোলা পলিটেকনিক ইন্সটিটিউট (বোরহানউদ্দিন), বাংলাবাজার ফাতেমা খানম ডিগ্রি কলেজ(বাংলাবাজার), জয়নগর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজম্যান্ট কলেজ(দৌলতখান), ঘুইংগার হাট মাধ্যমিক বিদ্যালয় (ভোলাসদর),ওবায়দুল হক মাধ্যমিক বিদ্যালয়(ভোলাসদর),ভোলা পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়(ভোলাসদর),ব্যাংকের হাট কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়(ভোলাসদর)।

উল্লেখ্য গত ২১ শে জানুয়ারি জাতীয় অর্থনৈতিক পরিষদ (একনেক) সভায় উপজেলা পর্যায়ে ৩২৯ টি টেকনিক্যাল স্কুল ও কলেজ (টিএসসি) স্থাপন (২য়পর্যায়) প্রকল্পটির চুড়ান্ত অনুমোদন দেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা । ৫ বছর মেয়াদি প্রকল্পটিতে ব্যায় ধরা হয় ২০ হাজার ৫ শত ২৫ কোটি ৬৯ লক্ষ টাকা।

ওয়াই এ / এস এস