ন্যাভিগেশন মেনু

কলেজ শিক্ষকের পদোন্নতিতে জালিয়াতির অভিযোগ তদন্তের নির্দেশ

বাংলাদেশ পোস্ট-এর প্রতিবেদনে তোলপাড়


বার্ষিক গোপনীয় প্রতিবেদন (এসিআর) জালিয়াতির মাধ্যমে পদোন্নতি পাওয়ার অভিযোগে নোয়াখালী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক হুমায়ুন কবিরের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খানের নির্দেশে উপসচিব মোঃ শাহীনুর ইসলাম গত মঙ্গলবার (১৯ মার্চ) এ সংক্রান্ত একটি লিখিত নির্দেশ দেন বলে মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।

লিখিত আদেশে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালককে নোয়াখালী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক হুমায়ুন কবিরের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তদন্ত করে আগামী ১৫ কার্যদিবসের মধ্যেই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ পোস্ট পত্রিকার বাংলা অনলাইন সংস্করণে গত ১০ মার্চ ‘জালিয়াতির মাধ্যমে কলেজ শিক্ষকের পদোন্নতি’শীর্ষক একটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হলে সরকারের শীর্ষ মহলে তোলপাড় সৃষ্টি হয়।

আরও পড়ুন: জালিয়াতির মাধ্যমে কলেজ শিক্ষকের পদোন্নতি!

সচিবালয়ের একটি বিশ্বস্ত সূত্র এই প্রতিবেদককে জানিয়েছে যে, এসিআর জালিয়াতির অভিযোগ সংক্রান্ত সংবাদটি প্রকাশের পরেই সচিব তাঁর অধীন অধিদপ্তরের এক প্রভাবশালী মহাপরিচালককে এই অপকর্মে জড়িত সংশ্লিষ্ট সকলকেই শাস্তির আওতায় আনার মৌখিক নির্দেশ দেন। তাঁর এই নির্দেশের পরেই নড়ে চড়ে বসেন শীর্ষ কর্মকর্তাগণ।

প্রসঙ্গত, হুমায়ুন কবির ২৪তম বিসিএস পরীক্ষার (সাধারণ শিক্ষা) মাধ্যমে সিভিল সার্ভিসে যোগ দেন।