ন্যাভিগেশন মেনু

অভয়ারণ্যে দুই বাইক আরোহীকে বাঘের ধাওয়া


ফাঁকা রাস্তার দু’দিকে ঘন জঙ্গল। হঠ্যাৎ করে জঙ্গলের ভেতর থেকে তীব্র গতিতে দৌঁড়ে ধরার চেষ্টা করছে একটি বিরাট চেহারার বাঘ।

হ্যাঁ এমনটাই হয়েছে দুই বাইক আরোহীর সঙ্গে। সে দৃশ্য ক্যামেরাবন্দিও করেছেন মোটরবাইকের পিছনে সওয়ার ব্যক্তি। এ ঘটনাটি ঘটেছে কেরলের মুথাঙ্গা অভয়ারণ্যের।

স্বেচ্ছাসেবী সংস্থা বন ও বন্যজন্তু সুরক্ষা সোসাইটির অফিসিয়াল ফেসবুকে প্রথম ভিডিওটি পোস্ট করা হয়। তারপরই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এটি।

বাঘের দৌড় দেখেই বাইকের গতি বাড়ান আরোহীরা। এমন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে প্রাণ বাঁচিয়ে কোনওক্রমে সেখান থেকে বেরিয়ে আসেন তাঁরা।

তবে ঘটনাটি কবে ঘটেছে, সে বিষয়ে অবশ্য স্পষ্ট কিছু জানা যায়নি। কিন্তু এই হাড়হিম করা অভিজ্ঞতা যে তাঁদের চিরকাল মনে থাকবে, তা বলাই বাহুল্য। এই মুথাঙ্গা অভয়ারণ্যেই বাঘ ছাড়াও হাতি, হরিণ, বাইসনের বাস। বর্তমানে সে রাজ্যের এই অভয়ারণ্যেই সবচেয়ে বেশি বাঘ রয়েছে।

এরআগে গতবছর অনেকটা এমনই একটি ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছিল। যেখানে একটি মারুতি জিপসির পিছনে ধাওয়া করতে দেখা গিয়েছিল একটি বাঘকে।

মহারাষ্ট্রের চন্দ্রপুরের তাদোবা আন্ধেরি ব্যাঘ্র সংরক্ষণে ঘটা সেই ঘটনার ভিডিও আতঙ্ক ছড়িয়েছিল অন্যান্য পর্যটকদের মধ্যে।


এমআইআর /এসএস