ন্যাভিগেশন মেনু

কাঁঠালবাড়ি ঘাট স্থানান্তর হয়ে বাংলাবাজারে


পদ্মাসেতুর নদী শাসনের কাজের জন্য কাঁঠালবাড়ি ফেরিঘাট ৫০০ মিটার উজানের বাংলাবাজারে ফেরিঘাট স্থানান্তরিত হচ্ছে। এই ঘাট স্থানান্তেরর কারণে দূরত্ব বাড়লো আধা কিলোমিটার।

সোমবার (১৬ নভেম্বর) থেকে ফেরি চলবে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে। রো রো ও ডাম্পসহ সব ধরনের ফেরি চলাচল শুরু হচ্ছে এ ঘাট দিয়ে।

এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) ম্যানেজার (মেরিন) আহাম্মদ আলী জানান, ‘ইতোমধ্যেই দুটি ঘাট সরিয়ে আনা হয়েছে বাংলাবাজারে। কয়েকদিনের মধ্যে বাকি দুটি ঘাটসহ লঞ্চ ও স্পিডবোট ঘাটও সরিয়ে আনা হবে। বর্তমানে বিকল্প চ্যানেল ফেরির দূরত্ব ছিল সাড়ে ১২ কিলোমিটার। আর বাংলাবাজার-শিমুলিয়া ঘাটের দূরত্ব হচ্ছে ১৩ কিলোমিটার।’

এমআইআর/এডিবি