ন্যাভিগেশন মেনু

ফোন চুরি করে নিয়ে সেলফি তুললো বানর


বানর, যার মাথায় সবসময় কিছু একটা খেলে। বাদরামি করে বেড়ানোই যার কাজ। তেমনি বানরের এক বাদড়ামির ঘটনা ঘটেছে মালয়েশিয়ায়।

মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলীয় জোহর রাজ্যের বাতু পাহাত-এর কম্পিউটা সায়েন্সের ফাইনাল বর্ষের শিক্ষার্থী জাকরিজ রদজি জানান, তার হারানো মোবাইল ফোনটি জঙ্গল থেকে খুঁজে পাবার পর সেখানে তিনি একটি বানরের সেলফি এবং বানরের ভিডিও ছবি দেখে রীতিমত বিস্মিত হয়েছেন। এই ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল। খবর বিবিসি বাংলা

তিনি জানান, তার মোবাইল ফোনটি হারানোর একদিন পর সেটি বাসার পেছনের জঙ্গল থেকে খুঁজে পান। এবং তার ফোনে তোলা ভিডিও ফুটেজে দেখেন একটি বানর - দেখে মনে হচ্ছে -তার ফোনটি খাবার চেষ্টা করছে।

ফোনের মালিক ২০ বছর বয়সি জাকরিজ রদজি এই ছবি ট্যুইটারে পোস্ট করলে সামাজিক মাধ্যমে তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

জাকরিজ প্রথমে ভেবেছিলেন, তিনি যখন ঘুমিয়েছিলেন তখন তার ফোন হয়তো কেউ চুরি করে নিয়ে গেছে। কিন্তু কীভাবে তার ফোন চুরি হয়েছিল তা তিনি সঠিকভাবে জানেন না।

জাকরিজ বিবিসিকে বলেছেন, শনিবার সকালে ১১টা নাগাদ ঘুম থেকে উঠে তিনি দেখেন তার স্মার্টফোনটি নেই। তিনি ঘরে কোন চোর-ডাকাত ঢোকার কোন চিহ্ণ দেখতে পাননি। তার মনে হয়েছিল কেউ যাদুটাদু করলো কিনা।

এর কয়েক ঘন্টা পর, বিবিসির সাথে তিনি ভিডিওটি শেয়ার করেন। ওই ভিডিওতে দেখা যায় একই দিন স্থানীয় সময় দুপুর দুটো এক মিনিটে তোলা একটি বানরের ছবি। বানর ফোনটি খাবার চেষ্টা করছে। বানরটিকে দেখা যায় জঙ্গলে গাছপাতার মধ্যে থেকে ক্যামেরার দিকে তাকিয়ে আছে। পেছনে শোনা যায় পাখির ডাক।

জাকরিজ বলেন, রবিবার দুপুর পর্যন্ত তিনি তার ফোনের কোন হদিশ পাননি। ওইদিন দুপুরে তার বাবা তাদের বাসার বাইরে একটি বানর দেখতে পান। তিনি মাঝে মাঝেই তার ফোন বাজাচ্ছিলেন। এ সময় তিনি আবার তার ফোনে রিং করলে সেটি পেছনের জঙ্গল এলাকায় বাজছে বলে মনে হয়। তাদের বাসার পেছনের বাগান থেকে কয়েক পা দূরেই জঙ্গল। তিনি দেখতে পান, জঙ্গলে একটা পাম গাছের নিচে পাতার ভেতর তার ফোন কাদামাখা অবস্থায় পড়ে আছে।

এ সময় তার চাচা তাকে মজা করে বলেছিলেন দেখো ফোনে চোরের কোন ছবি-টবি আছে কিনা। ফোন থেকে কাদা পরিষ্কার করার পর তিনি কৌতুহলবশত ছবির গ্যালারি খুলে দেখেন 'সেখানে ভর্তি বানরের ছবি'।

'শতাব্দীতে হয়তো এমন ঘটনা একবারই ঘটে,' রবিবার এক ট্যুইট বার্তায় লেখেন জাকরিজ।

এডিবি/