ন্যাভিগেশন মেনু

বিধিনিষেধে সুফল, করোনাক্রান্ত গ্রাফ নামল ভারতে


কড়া বিধিনিষেধ, এলাকাভিত্তিক লকডাউন, সাধারণ মানুষের সচেতনতা এবং টিকাকরণ ও টেস্টিংয়ের সংখ্যা বৃদ্ধি। সার্বিক প্রচেষ্টার সুফল মিলছে। গত কয়েকদিন ধরেই দেশের করোনা গ্রাফ নিম্নমুখী হওয়ার ইঙ্গিত মিলছিল।

রবিবার সেই ইঙ্গিত অনেকটাই স্পষ্ট হল। আড়াই লক্ষের নিচে নেমে এল দেশের দৈনিক করোনা সংক্রমণ। সেই সঙ্গে কমছে মৃত্যুও। আবার লাগাতার সুস্থতার হার ঊর্ধ্বমুখী। যার জেরে কমছে অ্যাকটিভ কেস।

রবিবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের  দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ২ লক্ষ ৪০ হাজার ৮৪২ জন করোনা আক্রান্ত হয়েছেন। দীর্ঘদিন বাদে দেশের দৈনিক করোনা সংক্রমণ নেমে এল আড়াই লক্ষের নিচে।

আপাতত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৬৫ লক্ষ ৩০ হাজার ১৩২ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, এই মুহূর্তে দেশের মোট মৃতের সংখ্যা ২ লক্ষ ৯৯ হাজার ২৬৬ জন।

এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৭৪১ জনের। দুদিন পর মৃতের সংখ্যাটাও নেমে এল ৪ হাজারের নিচে।

এস এস