ন্যাভিগেশন মেনু

ভারতে করোনা গ্রাফে এলো স্বস্তি, কমল সংক্রমণ


মৃত্যু যেন পিছু ছাড়ছিল না।যমের দুয়ারে কাটা দিয়ে ভারতে করোনা গ্রাফে  এলো অনেকটাই বড়সড় স্বস্তি। বেশ খানিকটা কমে এল দৈনিক সংক্রমণ। তবে মৃত্যু বাড়ল খানিকটা। বাড়ল সুস্থতার হারও।

ভারতের স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৮১ হাজার ৩৮৬ জন। রবিবারও এই সংখ্যাটা ছিল ৩ লক্ষের বেশি। গত ২৪ ঘণ্টায় করোনার বলি ৪১০৬।

একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৩ লক্ষ ৭৮ হাজার ৭৪১ জন, যা আগের দিনের তুলনায় বেশি। এই মুহূর্তে ভারতে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ৩৫ লক্ষ ১৬ হাজার ৯৯৭ জন। ইতিমধ্যে দেশে করোনায় মৃত্যু হয়েছে ২ লক্ষ ৭৪ হাজার ৩৯০ জনের। সুস্থ হয়ে ফিরেছেন মোট ২ কোটি ১১ লক্ষ ৭৪ হাজার ৭৬ জন।

দেশটির স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান বলছে, দেশে মোট টিকাকরণ হয়েছে ১৮ কোটি ২৯ লক্ষ ২৬ হাজার ৪৬০ জনের। ইতিমধ্যে ভারতের হাতে রয়েছে মোট তিনটি ভ্যাকসিন রয়েছে – কোভিশিল্ড, কোভ্যাক্সিন ও স্পুটনিক ভি।

আজ সোমবার থেকেই বাজারে মিলবে করোনা চিকিৎসা আরেক ওষুধ -2DG, যা তৈরি করেছে DRDO.

তবে দেশে টিকার সংকট রয়েছে। তা মেনে নিয়েই কেন্দ্র বিদেশের যে কোনও জায়গা থেকে WHO, FDA অনুমোদিত টিকা আমদানির সিদ্ধান্ত নিয়েছে।

ইতিমধ্যে  টিকার দুটি ডোজের মধ্যে ব্যবধানও বাড়ানো হয়েছে। বেশ কয়েকটি রাজ্যে চলছে কড়া লকডাউন। তার জেরে সংক্রমণে কিছুটা লাগাম পরানো গেল বলে মনে

এস এস