ন্যাভিগেশন মেনু

নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের আয়োজনে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এই সেমিনারটিতে সহযোগিতা করেন চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। 

এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত মহা- পরিচালক (বিএমটি) মীর খায়রুল আলম।

জেলা প্রশাসক বলেন, আমরা কারিগরি শিক্ষা নিয়ে দক্ষতাকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে পারি তাহলেই দেশিকে উন্নয়ন করা সম্ভব। 

নিরাপদ অভিবাসন বিষয়ক বক্তব্য রাখেন সহকারী পরিচালক জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস কার্তিক চন্দ্র দেবনাথ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহারাজারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এজাবুল হক বুলি, বারঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়ের, বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরিকুল ইসলাম, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান টিপু এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ জয়নাল আবেদীন ও উপস্থাপনায় ছিলেন সিনিয়র শিক্ষক (টিটিসি) সাঈদ হোসেন।

জেডএইচ/এডিবি/