ন্যাভিগেশন মেনু

অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছেঃ স্বরাষ্ট্রমন্ত্রী


‘গডফাদার বা গ্র্যান্ডফাদার নয়, আমরা চিনি অপরাধী। যারাই অপরাধী তাদেরই আইনের আওতায় আনা হচ্ছে’ বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এসময় মন্ত্রী বলেন, ‘অবৈধ ব্যবসা ও টেন্ডারবাজদের বিষয়ে জড়িতদের ধরতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ শুরু করেছে। কে কোথায় আছে তার চেয়ে বড় হচ্ছে কে কতটুকু অপরাধ করেছে। যে আপরাধ করবে আইনের চোখে সেই অপরাধী, তাদেরই আইনের আওতায় আনা হবে।’

মন্ত্রী আরো বলেন, ’অনেকেই দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছেন। তবে বিমানবন্দরে আমাদের একটা লিস্ট থাকে। তাই কখনই বিমানবন্দর দিয়ে অপরাধীরা দেশ ছেড়ে যেতে পারে না। যাদের বিচার চলছে বা যারা অপরাধী তাদের লিস্ট বিমানবন্দর এবং ইমিগ্রেশনে থাকে। এটাতো চলমান প্রক্রিয়া। এ পরিস্থিতিকে কেন্দ্র করে কোনো বিশেষ সতর্কতা নেই।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সুশাসন প্রতিষ্ঠা করতে হলে এসব অবৈধ ব্যবসা বা যারা অবৈধভাবে অন্যায় কিছু করতে চায় সেগুলোকে দমন করতে হবে। সে জন্যই আমাদের এ প্রচেষ্টা চলছে। এ অভিযান শুধু ঢাকাতেই সীমাবদ্ধ থাকবে না। যেখানে অপরাধ হবে সেখানেই অভিযান চলবে।

এমআইআর / এস এস