ন্যাভিগেশন মেনু

অবশেষে বৃষ্টিতে স্বস্তি


অনেক অপেক্ষার পর অবশেষে বৃষ্টিতে স্বস্তি আসতে শুরু করেছে । শনিবার সকাল থেকে কিছু সময় ধরে রাজধানীর বিভিন্ন স্থানে সামান্য বৃষ্টি হয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় হওয়ায়  আগামী তিন-চার দিনে এই বৃষ্টি আরো বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের বিঞ্জপ্তিতে বলা হয়েছে, ভারতের উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ বিরাজ করছে। লঘুটাপটি মৌসুমি বায়ুর সঙ্গে মিলিত হয়ে রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাও আগামী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।