ন্যাভিগেশন মেনু

বৃষ্টির সম্ভাবনা, দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে


রাজধানীসহ দেশের অধিকাংশ স্থানে আজ আকাশ মেঘমুক্ত থাকলেও কোথাও কোথাও অল্প সময়ের জন্য আকাশ মেঘে ঢেকে যাতে পারে। এ ছাড়াও দেশের কোথাও কোথাও বজ্রসহ হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেইসঙ্গে আজ দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেস্বর) সকালে আবহাওয়াবিদ মো. শাহিনুল এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘মৌসুমি বায়ুর প্রভাবে দেশের অধিকাংশ স্থানেই আকাশ ঝলমলে থাকবে। তবে দুপুর বা তার পর থেকে রাজধানীসহ দেশের দু'এক জায়গায় বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টি হবে। এতে কোথাও কোথাও বজ্রপাতও হতে পারে।

তিনি আরও বলেন, ‘বর্ষার মৌসুম শেষ হয়েছে। যদিও এর প্রভাব এখনও রয়েছে। আরও কিছুদিন অব্যাহত থাকবে। কিন্তু এ সময় টানা বর্ষণের সম্ভাবনা খুব কম। দু'এক জায়গায় বিচ্ছিন্নভাবে এক পশলা বর্ষণ হবে।’ তবে আজ দেশের নদী ও সমুদ্রবন্দরগুলোর জন্য কোনো সতর্ক সংকেত নেই।

সিবি/এডিবি