ন্যাভিগেশন মেনু

আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম শুরু


কালীপূজা উপলক্ষে একদিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম ফের শুরু হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) সকাল থেকে যাবতীয় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম।

তিনি আরও জানান, ‘কালীপূজা উপলক্ষে ব্যবসায়ীরা বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা দিলেও আখাউড়া স্থলবন্দরের সঙ্গে সংশ্লিষ্ট সব কার্যক্রম অব্যাহত রয়েছে।’

আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট ইনচার্জ আব্দুল হামিদ জানান, ‘আমদানি-রপ্তানি কার্যক্রম একদিন বন্ধ থাকলেও করোনা পরিস্থিতির কারণে দুদেশে আটকেপড়া পাসপোর্টধারী যাত্রী, কূটনৈতিক, ব্যবসায়ী ও মেডিকেল পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।’

ওয়াই এ/এডিবি