ন্যাভিগেশন মেনু

আমদানি করা পেঁয়াজের দাম কমলেও বেড়েছে দেশি পেঁয়াজের


ভারত থেকে আমদানি করা পেঁয়াজের দাম কিছুটা কমলেও বেড়েছে দেশি পেঁয়াজের দাম। দেশের অন্যতম বৃহত্তম পাইকারি পণ্য কেন্দ্র চট্টগ্রামের খাতুনগঞ্জে গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে বেশি দামে বিক্রি হচ্ছে দেশি পেঁয়াজ।

গত ২১ ও ২২ ফেব্রুয়ারির দিকে এ বাজারে দেশি পেঁয়াজ ২০ থেকে ২৫ টাকায় বিক্রি হয়েছিল। সেটি এখন দাম বেড়ে বিক্রি হচ্ছে ৩২ টাকায়।

শনিবার (১৩ মার্চ) পাইকারি পণ্য কেন্দ্র চট্টগ্রামে ভারতীয় পেঁয়াজ ৩৮-৪০ টাকায় বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহে বিক্রি হয়েছে ৪২-৪৩ টাকায়।

রাজধানীতে বুধবার (১০ মার্চ) কেজি প্রতি পেঁয়াজের দাম ছিল ৪০ টাকা। বৃহস্পতিবার ছিল ৪৫ টাকা। শুক্রবার রাজধানীর কাঁচাবাজারগুলোতে একই পেঁয়াজ বিক্রি হয়েছে ৫০ টাকা কেজি দরে।

সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি ২০-২৫ টাকা দাম বেড়েছে পেঁয়াজের। কোনো কারণ ছাড়াই হু হু করে পেঁয়াজের দাম বাড়ায় হতবাক ক্রেতারা। তারা বলছেন, রমজানের আগেই কৌশলে পেঁয়াজের দাম বাড়িয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা।

সিবি/এডিবি