ন্যাভিগেশন মেনু

আমরা মানুষের কল্যাণে ছাত্রলীগের রাজনীতি করি - সভাপতি সাদ্দাম হোসেন


বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন,  আমরা মানুষের কল্যাণে ছাত্রলীগের রাজনীতি করি। বঙ্গবন্ধুর হাতে গড়া বাংলাদেশ ছাত্রলীগের নেতা-কর্মীরা বর্তমান প্রধানমন্ত্রীর নিদের্শে সাধারণ মানুষের দুঃখ দূর্দশার দিনে সবর্দা পাশে থেকেছে। আপনারা জানেন দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে শৈত্য প্রবাহের কারণে মানুষের জীবনে বিপর্যয় নেমে এসেছে। দূর্ভোগে পড়ছে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। 

আমি ছাত্র মানুষ, ছাত্র রাজনীতি করি। আর এই ছাত্র রাজনীতির মাঝে মানুষের প্রতি দায়িত্বের অংশ হিসেবে ছাত্রলীগের কর্মী হিসেবে সময়ের প্রয়োজনে, সমাজের প্রয়োজনে এবং সাধারণ মানুষের কল্যাণে আজকের এই শীতবস্ত্র উপহার হিসেবে বিতরণ করছি। 

এটি আমার ব্যক্তিগত কোন কর্মসূচী নয়, এটি পঞ্চগড়ের তারুণ্যের কর্মসূচী। গত সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার পৌর এলাকার ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের পাশে কেন্দ্রীয় শহীদ মিনারে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বোদা উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক রবিউল আলম সাবুলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।  

এসময় বোদা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বোদা পৌর মেয়র আজাহার আলী, পৌর আওয়ামীলীগের সভাপতি আবু মো. ইমতেয়াজ হোসেন মির্জা, বাংলাদেশ জাসদের পঞ্চগড় জেলা সভাপতি এমরান আল আমিন, বোদার সাবেক ছাত্রনেতা অমিয় আলম প্রমুখ উপস্থিত ছিলেন।