ন্যাভিগেশন মেনু

আশুলিয়ায় ঝুট ব্যবসা নিয়ে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৪


সাভারের আশুলিয়ার ঝুট ব্যবসাকে কেন্দ্র করে ধামসোনা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আবু সাদেক ভুইয়া ও আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকারের লোকজনের মধ্যে সংঘর্ষের অভিযোগ পাওয়া গেছে। সংঘর্ষে উভয় পক্ষের মোট ৪ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২ মার্চ) সকালে আশুলিয়ার ভাদাইল এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

আহতরা হলেন, সেলিম, শাহিন, কবির ও ফারুক।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোঃ জিয়াউল ইসলাম বলেন, সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষ থেকেই পাল্টাপাল্টি অভিযোগ করা হচ্ছে। বিষয়টি আমরা এখনো পরিষ্কার হতে পারিনি। ঘটনাস্থলে পুলিশ সদস্যরা রয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে আটককৃতদের নাম পরিচয় জানাতে পারেননি তিনি।

অপরদিকে ঘটনাস্থল থেকে আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সামিউল ইসলাম বলেন, সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। পাশাপাশি ঘটনাস্থল থেকে ভাংচুর করা প্রায় ১৫/১৬টি মোটরসাইকেল আমরা উদ্ধার করেছি।

তিনি আরও বলেন, যতদুর জানতে পেরেছি একবার নয়, দুই দফায় পাল্টাপাল্টি হামলা হয়েছে। যে কারখানা নিয়ে দ্বন্দ, সেই কারখানায় একবার সংঘর্ষ হয়েছে। পরে কবির হোসেন সরকারের লোকজন ভাদাইলে সাদেক ভুইয়ার বাড়ির সামনে আসলে সাদেক ভুইয়া লোকজন এলাকায় ডাকাত এসেছে উল্লেখ করে মাইকিং করে লোকজন জড়ো করে আবার পাল্টা হামলা করেছে। পরে আমি এসে ঘটনাস্থল থেকে কবির ও ফারুককে নামে দু’জনকে সামান্য আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য নারী ও শিশু হাসপাতালে ভর্তি করেছি। তবে পুলিশের এই কর্মকর্তা ঘটনাস্থল থেকে দুজনকে আটকের কথা নিশ্চিত করলেও, তাদের নাম-পরিচয় জানাতে পারেননি।

সিবি/এডিবি