ন্যাভিগেশন মেনু

ঈশ্বরদীতে জাতীয় ভোটার দিবস উদযাপন


‘বয়স যদি আঠারো হয়, ভোটার হতে দেরি নয়’- শ্লোগানে পাবনার ঈশ্বরদীতে জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (২ মার্চ) সকাল সাড়ে ১০টায় এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

এ সময় উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস, ইউএনও পিএম ইমরুল কায়েস, কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল লতিফ, সমাজসেবা কর্মকর্তা খোন্দকার মাসুদ রানা, প্রাণীসম্পদ কর্মকর্তা ড. রফিকুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা রায়হান কুদ্দুসসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও সুধীজনরা উপস্থিত ছিলেন।

এদিকে জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে ঈশ্বরদী উপজেলা নির্বাচন কার্যালয়ের আয়োজনে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এর মধ্যে শোভাযাত্রা, নতুন ভোটারদের বায়োমাট্রিক্স আঙুলের ছাপ গ্রহণ ও জাতীয় পরিচয়পত্রের স্মার্টকার্ড বিতরণ করা হয়।

জে এইচ/ এস এ /এডিবি