ন্যাভিগেশন মেনু

ঈশ্বরদীতে নসিমন উল্টে দুই শ্রমিক নিহত


পাবনার ঈশ্বরদীতে স্থানীয় যানবাহন শ্যালো ইঞ্জিনচালিত তিন চাকার নসিমন উল্টে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন।

রবিবার (৩ জানুয়ারি) সকালে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের পাকশী লালনশাহ সেতু গোলচত্বরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন - কুষ্টিয়া ভেড়ামারা থানার মসলেমপুর গ্রামের আজগার আলীর ছেলে আনিসুর রহমান (৩১) ও একই থানার দামুকদিয়া গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে আব্দুল খালেক (৩২)।

নিহত আনিসুর রূপপুর পারমাণবিক প্রকল্পের রাশিয়ান কোম্পানি রইনওয়ার্ল্ড এবং আব্দুল খালেক ম্যাক্স বাংলাদেশ লিমিটেডের শ্রমিক।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার বিভিন্ন এলাকা থেকে প্রকল্পের ৫ জন শ্রমিক নসিমনে চড়ে কাজে যাচ্ছিলেন। নসিমনটি লালন শাহ সেতুর পাকশী টোল প্লাজার গোল চত্বর এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে এটি উল্টে যায়। এতে নসিমনে থাকা ৫ জনই নিচে পড়েন। এরমধ্যে আব্দুল খালেক নামে এক শ্রমিক নসিমনের চাকার নিচে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে ঈশ্বরদী ইপিজেড ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে ঈশ্বরদী উপজলো স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে এদের মধ্যে গুরুতর আহত আনিছুর রহমানকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ঘটনার পর নসিমনচালক পালিয়া যায়। তাকে আটক করতে অভিযান চলছে।

জেএইচ/ওয়াই এ/এডিবি