ন্যাভিগেশন মেনু

ঈশ্বরদীতে ভুয়া পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার


পাবনার ঈশ্বরদীতে পুলিশের সহকারী টাউন উপ-পরিদর্শক (এটিএসআই) ভুয়া পরিচয়দানকারী সাইদুল মল্লিক (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২২ মার্চ) সাইদুলকে পাবনা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  

এর আগে শনিবার (২০ মার্চ) রাতে সাহাপুর ইউনিয়নের আওতাপাড়া হাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার সাইদুল মল্লিক উপজেলার সলিমপুর ইউনিয়নের ভাড়ইমারী গ্রামের আনিস মল্লিকের ছেলে।

পুলিশ পরিচয়ে সে উপজেলার বিভিন্ন এলাকায় মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করে আসছিলো।

পুলিশ জানায়, বেশ কিছুদিন ধরে সাইদুল মল্লিক নিজেকে পুলিশের একজন কর্মকর্তা পরিচয় দিয়ে মানুষকে ভয় দেখিয়ে চাঁদাবাজি করে আসছিলো। প্রায় দেড় মাস আগে সেলুন ব্যবসায়ী উজ্জ্বলকে ঈশ্বরদী ইপিজেডের একটি কারখানায় চাকরি দেওয়ার কথা বলে অর্থ হাতিয়ে নেন। গত শনিবার আওতাপাড়া হাট এলাকায় পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে সাইদুল হাটের এক সবজি বিক্রেতাকে ভয় দেখিয়ে চাঁদা দাবি করে। তার আচরণ ও অসংলগ্ন কথাবার্তায় সন্দেহ হলে স্থানীয়রা পুলিশ কর্মকর্তা পরিচয় দেওয়া সাইদুলকে আটক করে ঈশ্বরদী থানা পুলিশকে জানায়। পরে পুলিশ সাইদুলকে আটক করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) অরবিন্দ সরকার আজকের বাংলাদেশ পোস্টকে বলেন, সাইদুল পুলিশের কেউ না হয়েও পুলিশ কর্মকর্তা পরিচয়ে ঈশ্বরদীর বিভিন্ন এলাকায় চাঁদাবাজি করে আসছিলো। তার কাছ থেকে ভিজিটিং কার্ডও উদ্ধার করা হয়। গত শনিবার তাকে আটক করা হলেও যাচাই-বাছাই ও তদন্ত করা হয়। এতে সবকিছু ভুয়া প্রমাণিত হয়।

তিনি জানান, সেলুন ব্যবসায়ী উজ্জ্বল বাদী হয়ে ভুয়া পুলিশ কর্মকর্তা সাইদুলের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাইদুলকে সোমবার পাবনা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

জেএইচ/এস এ/এডিবি