ন্যাভিগেশন মেনু

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে বজ্রপাতে ২ জনের মৃত্যু


কক্সবাজারের উখিয়ার বালুখালীতে রোহিঙ্গা ক্যাম্পে বজ্রপাতে দুই রোহিঙ্গার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকালে বালুখালী রোহিঙ্গা শিবিরের ১৭নং ক্যাম্পে এ ঘটনা ঘটে।

মৃত দুইজন হলেন - বালুখালী ক্যাম্প ২/ইস্টের বাসিন্দা জামাল হোসেনের ছেলে মোহাম্মদ হারেজ (৩৫) ও ক্যাম্প ৮/ইস্টের বাসিন্দা মোহাম্মদ হাসেমের ছেলে নজিমুল হাসান (২৫)। আহতদের পরিচয় এখনো জানা যায়নি।

এপিবিএন ও ক্যাম্প ইনচার্জের অফিস সুত্রে জানা যায়, বুধবার রাতে নিজেদের ক্যাম্প থেকে পাশে ১৭নং ক্যাম্পের শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন হারেজ ও হাসেম। সেখানে রাত্রিযাপনের পর সকালে যখন ঝড়ো বাতাস বৃষ্টি হচ্ছিল তখন বসতঘরের ত্রিপল ঠিক করতে বের হয় দুই জামাই। এ সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছুদ্দৌজা নয়ন বলেন, বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে তিনজন। মরদেহ উদ্ধার করা  হয়েছে। আহতরা স্থানীয় ফিল্ড হাসপাতালে চিকিৎসাধীন।

এসএএম/এসএ/এডিবি/