ন্যাভিগেশন মেনু

উলিপুরে প্যারাসিটামল সংকট!


কুড়িগ্রামের উলিপুরে জ্বরের প্রকোপ বেড়েই চলছে। সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে প্যারাসিটামলজাতীয় ওষুধের দাম। উপজেলার বিভিন্ন হাট-বাজারে প্যারাসিটামলের তীব্র সংকট দেখা দিয়েছে।

এ সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী চড়া দামে ওষুধ বিক্রি করছেন বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। তবে বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিদের সাথে কথা বলে প্যারাসিটামলের দাম বাড়ার কোনও সত্যতা পাওয়া যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ওষুধ কোম্পানির প্রতিনিধি জানান, 'বর্তমানে প্যারাসিটামলের ব্যাপক চাহিদা রয়েছে। চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় এই সুযোগটি কাজে লাগাচ্ছে তারা। ফলে যে যার মত প্যারাসিটামল বিক্রি করছে।'

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, প্রতিদিন জ্বর,সর্দি, হাচি-কাশি,শরীর ব্যাথা নিয়ে তিন থেকে সাড়ে তিনশো রোগী হাসপাতালের আউটডোরে চিকিৎসা নিচ্ছেন। দিন দিন জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। ফলে সামাল দিতে রীতিমতো হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। এসব রোগীদের প্যারাসিটামলজাতীয় ওষুধ সেবনের পরামর্শ দিচ্ছেন তারা।

অনেকে প্রয়োজনের তুলনায় বেশি প্যারাসিটামলজাতীয় ওষুধ কিনে ঘরে রাখছেন। এ কারণে প্যারাসিটামল ওষুধের সংকট দেখা দিতে পারে বলেও মনে করছেন অনেকে।

ওষুধ ব্যবসায়ীদের একটি সূত্র জানায়, হঠাৎ জ্বরের প্রকোপ বেড়ে যাওয়ায় প্যারাসিটামলজাতীয় ওষুধ খুচরা ও পাইকারী ব্যবসায়ীরা প্রতিটি ওষুধের মূল্য ১ থেকে ৩ টাকা বেশি দামে বিক্রি করে আসছেন। এ ছাড়াও কিছু অসাধু ব্যাবসায়ী কৃত্তিম সংকট তৈরি করে সাধারণ জনগনের পকেট কাটছেন। এতে প্রতারিত হচ্ছেন মানুষ।

উপজেলার ওষুধ কোম্পানি প্রতিনিধিদের একটি সংগঠনের সভাপতি মাসুদুর রহমান মিঠু বলেন, 'প্রতিটি কোম্পানির একটি নিদিষ্ট পরিমাণ ওষুধ উৎপাদনের লক্ষ্যমাত্রা থাকে। কিন্ত এ বছর হঠাৎ জ্বরের প্রকোপ দেখা দেওয়ায় প্যারাসিটামলজাতীয় ওষুধের চাহিদা বেড়ে গেছে। চাহিদার তুলনায় সরবরাহ একেবারেই অপ্রতুল। তবে কোনও কোম্পানি ওষুধের দাম বাড়ায়নি।'

উলিপুর ওষুধ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বাদশা আলমগীর বলেন, 'আমার জানামতে কেউ বেশি দামে ওষুধ বিক্রি করছে না। আর যদি এ রকম কেউ করেও থাকে তাহলে সেটা মোটেও ঠিক না। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।'

এস আই/এমআইআর/এডিবি/