ন্যাভিগেশন মেনু

চট্টগ্রামে অবৈধ মজুদকৃত ৬০০ বস্তা চিনি আটক


চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট এক কিলোমিটার এলাকার নাফিজ গলিতে অবস্থিত একটি ফার্নিচার কারখানায় মোবাইল কোর্টের অভিযান চালিয়ে প্রায় অবৈধভাবে মজুদকৃত প্রায় ৬০০ বস্তা ভারতীয় চিনি আটক করা হয়েছে। মজুদকৃত চিনি ভারতীয় চিনি বলর নিশ্চিত করেছেন জেলা কৃষি বিপনন কর্মকর্তা।

শনিবার দুপুরে এই অভিযানে নেতৃত্ব দেন কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী। অভিযানে সহযোগিতা ছিলেন জেলা কৃষি বিপনন কর্মকর্তা শাহ মোঃ মোর্শেদ কাদের এবং চান্দগাঁও থানার এসআই রিয়াদ উছ সালেহীন নেতৃত্বে পুলিশের একটি দল ও ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।

কারখানার মালিক চিনি ক্রয়ের কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেন নি। মজুদকৃত চিনি ফ্রেশ ব্র্যান্ডের বস্তায় ভরানো হয়েছে। অভিযানে কারখানার মালিক মোঃ আঃ রব্বান (৪৫) ঘটনাস্থল থেকে আটক করা হয়। আটক আঃ রব্বান এর বিরুদ্ধে চান্দগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে। 

ভবিষ্যতেও চট্টগ্রাম জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।