ন্যাভিগেশন মেনু

সাগরে মাছ ধরতে গিয়ে ২১ দিন ধরে নিখোঁজ ১৯ জেলে


কক্সবাজার থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ২১ দিন ধরে নিখোঁজ রয়েছেন লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতি উপজেলার ১৯ জেলে। গত ১৫ নভেম্বর বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে এখনো তারা ফিরেনি।

এক সপ্তাহ ধরে চারটি ট্রলার নিয়ে সাগরে তাদের খোঁজে বেড়াচ্ছে ট্রলার মালিক ও মালিক সমিতি।

নিখোঁজ জেলেদের মধ্যে ভোলার কমলনগর উপজেলার ১২ জন এবং রামগতি উপজেলার সাতজন জেলে রয়েছেন।

এ ঘটনায় ৩ ডিসেম্বর কক্সবাজার সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করে ট্রলার মালিক।

জানা যায়, কক্সবাজার শহরের উত্তর নুনিয়ার ছড়া এলাকার নজির হোসেন কোম্পানির ‘এফভি রানা’ নামের ট্রলার নিয়ে মঞ্জুর মাঝি ১৮জন জেলেসহ গত ১৫ নভেম্বর মাছ শিকারে যান দক্ষিণ বঙ্গোপসাগরে। মাছ শিকার শেষে আট থেকে ১০ দিনের মধ্যে সাগর থেকে তাদের ফেরত আসার কথা থাকলেও এখন পর্যন্ত তারা ফেরেননি বলে জানান ট্রলার মালিক।

নিখোঁজ জেলেদের কয়েকজন হচ্ছেন লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বাংলাবাজার এলাকার জেলে মঞ্জুর মাঝি, কমলনগর উপজেলার চরফলকন এলাকার জেলে মো. মোক্তার, একই এলাকার জাহাঙ্গীর আলম, সাদ্দাম হোসেন, জসিম উদ্দিন, মো. জাফর, তাজুল ইসলাম ও শাহে আলম। অন্য জেলেদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

সিবি/এডিবি