ন্যাভিগেশন মেনু

কক্সবাজারে করোনা টিকাদান কর্মসূচি শুরু


কক্সবাজার জেলায় করোনাভাইরাসের (কোভিড ১৯) টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।

রবিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে কক্সবাজার সদর হাসপাতাল কেন্দ্রে জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমেদ চৌধুরীকে টিকা দিয়ে এই ভ্যাক্সিনেশন কার্যক্রম উদ্বোধন করা হয়।

পরে একে একে কক্সবাজারের জেলা প্রশাসক মামুনুর রশীদ, সাংসদ কানিজ ফাতেমা মোস্তাক, সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান, প্রেসক্লাবের সভাপতি আবু তাহের চৌধুরীসহ পুলিশ প্রশাসনের কর্মকর্তা, জেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও জনপ্রতিনিধিসহ বিশিষ্ট ব্যক্তিদের টিকা দেওয়া হয়।

কক্সবাজারের সিভিল সার্জন ডা মাহবুবুর রহমান জানিয়েছেন, আজ প্রথমদিন কক্সবাজার জেলা সদর হাসপাতাল সেন্টার, রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ চারটি সেন্টারে টিকাদান কর্মসূচি শুরু হয়। আগামীকাল থেকে রামু সেনানিবাস সেন্টারসহ জেলার সকল উপজেলা সেন্টারে টিকা প্রদান করা হবে।

এস এ /এডিবি