ন্যাভিগেশন মেনু

কক্সবাজারে শিশু ধর্ষণের দায়ে যাবজ্জীবন


কক্সবাজারের রামুতে ১০ বছর বয়সী শিশুকে ধর্ষণের দায়ে আনোয়ার হোসেন (২৩) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকেলে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতের বিচারক জেবুন্নেছা আয়েশা এ আদেশ দেন বলে জানান আদালতটির স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) সৈয়দ মোহাম্মদ রেজাউর রহমান।

রায় ঘোষণার সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন।

সাজাপ্রাপ্ত আনোয়ার হোসেন রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের পানিরছড়া এলাকার মঞ্জুর আলমের ছেলে।

পিপি সৈয়দ মোহাম্মদ রেজাউর রহমান বলেন, ২০১৭ সালের ১৯ অক্টোবর রামুর রশিদনগর ইউনিয়নের পানিরছড়া এলাকায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ করে আনোয়ার হোসেন। এ ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে সাজাপ্রাপ্ত আনোয়ার হোসেনকে একমাত্র আসামী করে রামু থানায় মামলা দায়ের করেন।

পরে ২০১৯ সালের ১১ মার্চ আদালত চার্জগঠন করেন। এতে ৭ জন স্বাক্ষী আদালতে স্বাক্ষ্য দেন।

রাষ্ট্রপক্ষের এ আইনজীবী বলেন, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত বৃহস্পতিবার বিকেলে আসামীর বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড এবং শিশুটির পরিবারকে এক লাখ টাকা ক্ষতিপূরণের আদেশ দিয়েছেন। এছাড়া ক্ষতিপূরণ অনাদায়ে আসামীকে আরও এক বছর কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

সিবি/এডিবি