ন্যাভিগেশন মেনু

কক্সবাজারে ৩ দিন ব্যাপী 'অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ' সমাপ্ত


বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) এর উদ্যোগে কক্সবাজারে তিনদিন ব্যাপী অনুষ্ঠিত 'অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ' শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) বিকালে কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানের সভাপতি পিআইবির মহাপরিচালক একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক জাফর ওয়াজেদ অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন।

প্রশিক্ষণে কক্সবাজার জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৩৫জন গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করছেন।

প্রশিক্ষনের ৩ দিনে প্রশিক্ষক হিসেবে ছিলেন দেশের অনুসন্ধানী সাংবাদিকতার আইডল, নিউইয়র্ক টাইমসের স্ট্রিংগার ও বৈশাখী টেলিভিশনের পরিকল্পনা পরামর্শক জুলফিকার আলী মানিক।

পৃথক তিনটি সেশনে তিনি 'অনুসন্ধানমূলক রিপোর্টিং এর প্রয়োজনীয়তা ও সমাজে এর প্রভাব', 'অনুসন্ধানমূলক রিপোর্ট এ তথ্য সংগ্রহের ক্ষেত্রে সীমাবদ্ধতা ও করণীয়', 'অনুসন্ধানমূলক রিপোর্ট তৈরিতর গবেষণার গুরুত্ব' ও 'অনুসন্ধানমূলক রিপোর্ট করার ক্ষেত্রসমূহঃ উন্নয়ন, অর্থনীতি, অপরাধ' বিষয়ে দীর্ঘ আলোচনা করেন।

এছাড়াও 'রিপোর্টিং এ সাংবাদিকদের করণীয় ও বর্জনীয়' বিষয়ে আলোচনা করেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) এর প্রশিক্ষক শাহ আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন কার্যালয়ের কমিশনার শাহ রেজওয়ান হায়াত।

এছাড়া কক্সবাজার প্রেসক্লাব ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরী সাধারণ সম্পাদক বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদস্য মোঃ মজিবুল ইসলাম অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন।

এসএএম/এমআইআর/ওআ