ন্যাভিগেশন মেনু

কঠোর বিধিনিষেধে হেঁটে রাজধানীতে আসছে মানুষ


লকডাউনের তৃতীয়দিনে কঠোর অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সাধারণ মানুষ আইন ভঙ্গ করলেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিধিনিষেধে গণপরিবহন বন্ধ থাকায় পায়ে হেঁটে রাজধানীতে ঢুকছেন মানুষ।

লকডাউন বাস্তবায়নে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড মোড়ে চেকপোস্ট স্থাপন করেছে পুলিশ। সেখানে জরুরি প্রয়োজন ছাড়া কোনও যাত্রীকেই রাজধানীতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। পণ্যবাহী পরিবহনগুলোকে জিজ্ঞাসাবাদ করে রাজধানীতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

রবিবার (২৫ জুলাই) দুপুরে সিদ্ধিরগঞ্জের ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড মোড়ে এমন চিত্র দেখা গেছে।

এছাড়া করোনা সংক্রমণ রোধে ঈদের তৃতীয়দিন থেকে কঠোর বিধিনিষেধের ঘোষণা দিয়েছে সরকার।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সিদ্ধিরগঞ্জের শিমরাইল থেকে সাইনবোর্ড পর্যন্ত রিকশায় যাতায়াত করছে মানুষ। বাস চলাচল বন্ধ থাকায় সাইনবোর্ড থেকে হেঁটে রাজধানীর দিকে আসছে মানুষ।  

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক জানান, পুলিশ, আনসার, র‌্যাব ছাড়াও সেনাবাহিনীর তিনটি টিম, ২ প্লাটুন বিজিবি ও ভ্রাম্যমাণ আদালতের ২৩টি টিম কাজ করছে।

তিনি আরও জানান, সাধারণ মানুষকে আমরা মোটিভেশন দিচ্ছি যাতে তারা কোনওভাবে বাহিরে না আসে। মানুষকে সচেতন করতে মাইকিং করছি।

আসমা আক্তার নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের চিলারবাগ এলাকায় থাকেন। একমাত্র মেয়ে আফসানার গত ১০ দিন ধরে ডায়রিয়া থাকায় তাকে নিয়ে মহাখালী শিশু হাসপাতালে যাবেন। তিনি জানান, 'সোনারগাঁও থেকে রিকশায় কাঁচপুরে আসি। সেখান থেকে আরেক রিকশায় সাইনবোর্ড পর্যন্ত আসলাম। এখন কোনও গাড়ি পাচ্ছি না। হেঁটে দেখি কতটুকু যাওয়া যায়।'

আসিফ আহমেদ রূপগঞ্জের তারাবো এলাকা থেকে রিকশায় ভেঙে ভেঙে সিদ্ধিরগঞ্জের শিমরাইল পর্যন্ত এসেছেন। তার গন্তব্য রাজধানীর যাত্রাবাড়ী। তিনি জানান, 'শিমরাইল থেকে সাইনবোর্ড পর্যন্ত রিকশা ভাড়া চায় ১০০ টাকা। তাই হেঁটে সাইনবোর্ডে আসলাম। সাইনবোর্ড থেকে যাত্রাবাড়ী ২২০ টাকা রিকশা ভাড়া চায়। বাকি পথও হেঁটেই যাবো। এতো টাকা ভাড়া দেওয়া সম্ভব না।'

মহাসড়কের বর্তমান পরিস্থিতি জানতে কথা হয় কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামানের সাথে। তিনি বলেন, কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে মহাসড়কে পুলিশ তৎপর রয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া কোনও গাড়ি বের হতে দেওয়া হচ্ছে না।

এমএইচএস/সিবি/এডিবি/