ন্যাভিগেশন মেনু

করোনায় ভারতে ২৪ ঘণ্টায় ৪০০০ জনের প্রাণাহানি


ভারতে করোনাভাইরাস আক্রান্ত ও মৃত্যুর হার ফের বেড়েছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার জনের মৃত্যু হয়েছে এবং করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৮৪ হাজার ৬৯৫ জন।

এ নিয়ে দেশটিতে টানা পাঁচদিন এক লাখের নিচে রয়েছে দৈনিক সংক্রমণ। তাছাড়া গত ৭০ দিনে এটিই সর্বনিম্ন দৈনিক সংক্রমণ। গত বৃহস্পতিবার আক্রান্তের সংখ্যা ছিল ৯২ হাজার৭০২ জন।

শনিবার (১২ জুন) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় সুত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত দুই কোটি ৯৩ লাখ ৫৮ হাজার ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে তিন লাখ ৬৭ হাজার ৯৭ জনের। আর সুস্থ হয়েছেন দুই কোটি ৭৯ লাখ ১ হাজার ৬৮৮ জন।

এই মুহূর্তে দেশে মোট করোনা অ্যাকটিভ কেসের সংখ্যা ১০ লাখ ৮০ হাজার৬৯০ জন। শুক্রবার করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন এক লাখ ২১ হাজার৩১১ জন।

পশ্চিমবঙ্গ রাজ্যেও দ্রুত হারে কমছে করোনা আক্রান্তের সংখ্যা। বুধবার সন্ধ্যার বুলেটিন অনুযায়ী এক দিনে মোট ৪ হাজার ৮৮৩ জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এদিন রাজ্যে করোনায় প্রাণ হারিয়েছেন ৮৯ জন। সুস্থ হয়েছেন ৪ হাজর ৩২১ জন।

এস এ/এডিবি/