ন্যাভিগেশন মেনু

করোনা: ভারতে ফের বেড়েছে দৈনিক সংক্রমণ ও মৃত্যু


করোনা মহামারিতে বিপর্যস্ত ভারতে ফের কিছুটা বেড়েছে দৈনিক মৃত্যুর হার। একইসঙ্গে বেড়েছে একদিনে নতুন শনাক্ত করোনা রোগীর সংখ্যাও। তবে গত কয়েকদিন যাবত সংক্রমণ ও মৃত্যুর হার নিম্নমুখী হওয়ায় কিছুটা স্বস্তি ফিরলেও ফের অস্বস্তিতে ফেলেছে দৈনিক সংক্রমণ ও মৃত্যু হার।

গত দিনে দেশটিতে দৈনিক সংক্রমণ পৌঁছলো ৫০ হাজারের গণ্ডিতে। অর্থাৎ একদিন আগের তুলনায় সংক্রমণ বেড়েছে ১৯ শতাংশ।

মঙ্গলবার (২২ জুন) হিন্দুস্তান টাইমস জানায়,  ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫০ হাজার ৮৪৮ জন। দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২৮ হাজার ৭০৯ জনে।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৩০১ জন। এরমধ্যে মহারাষ্ট্রের রিপোর্ট করা 'ব্যাকলগ'-এ আরও ২৯৪ জন যুক্ত করা হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত মোট মারা গেছেন ৩ লাখ ৯০ হাজার ৬৬০ জন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্তের সংখ্যা বাড়লেও কমছে সক্রিয় রোগী। একসময় দেশটিতে ৩৭ লাখের বেশি সক্রিয় রোগী থাকলেও কমতে কমতে সেই সংখ্যা নেমে এসেছে প্রায় সাড়ে ৬ লাখের নিচে।

গত ২৪ ঘণ্টায় ভারতে সক্রিয় রোগী কমেছে প্রায় ১৯ হাজার। দেশটিতে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা ৬ লাখ ৪৩ হাজার ১৯৪ জন। গত ৮২ দিনের মধ্যে যা সর্বনিম্ন।

মঙ্গলবার করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৬৮ হাজার ৮১৭ জন। এখনও পর্যন্ত প্রায় দুই কোটি ৮৯ লাখের বেশি মানুষ করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন।

পশ্চিমবঙ্গেও দ্রুত হারে নিম্নমুখী দৈনিক সংক্রমণ। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত একদিনে মোট এক হাজার ৮৫২ জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে এবং করোনায় প্রাণ হারিয়েছেন ৪৭ জন।

ভারতে এখন পর্যন্ত ২৯ কোটিরও বেশি মানুষ করোনা টিকা নিয়েছেন।

এসএ/এডিবি/