NAVIGATION MENU

করোনা মোকাবিলায় এডিবির ২০ কোটি ডলার অর্থ সহায়তা


করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রমন রোধে ২০ কোটি ডলার অর্থ সহায়তা কথা জানিয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)।

সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, যেসব প্রতিষ্ঠান করোনাভাইরাসের ওষুধ এবং করোনা মোকাবিলায় অন্যান্য সুরক্ষা উপকরণ উৎপাদন ও সরবরাহ করছে তাদের এ অর্থ সহায়তা দেওয়া হবে।

এই অর্থ সহায়তায় এডিবি'র সঙ্গে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকও থাকছে।

আগামী এক সপ্তাহের মধ্যে কোন কোন প্রতিষ্ঠানকে সহায়তা দেওয়া হবে, তা নির্ধারণ করা হবে। 

গত কয়েকমাস ধরে বিশ্ব বাণিজ্য, অর্থায়নসহ বিভিন্ন ক্ষেত্রে করোনার প্রভাব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এডিবি।

ফেব্রুয়ারিতে করোনাভাইরাস চিহ্নিতকরণ এবং প্রতিরোধে ২০ লাখ ডলার অর্থসহায়তা দেওয়ার ঘোষণা দেয় এই সংস্থা।

এডিবি/

আরো পড়ুন: