ন্যাভিগেশন মেনু

করোনা মোকাবেলায় মাস্ক অনেকখানি কার্যকর: কেসিসি মেয়র


খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, করোনাভাইরাস প্রতিরোধে সরকার কাজ করে যাচ্ছেন। সব কিছু সরকারের একার পক্ষে করা সম্ভব নয়।

সম্মিলিতভাবে এই দুর্যোগ মোকাবেলা করতে সরকার ইতোমধ্যে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছেন। করোনাভাইরাস মোকাবলোয় মাস্ক অনেকখানি র্কাযকর।

মেয়র বুধবার দুপুরে খুলনা প্রেসক্লাব মিলনায়তনে  ‘প্রতিকার নয়, প্রতিরোধ উত্তম’ এই প্রতিপাদ্য অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন।

তিনি বলেন, খুলনায় দিন দিন করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাচ্ছ।

তিনি বলেন, করোনা থেকে পরিত্রাণ মাস্ক ব্যবহার, জনসমাগম এড়িয়ে চলতে হবে।

এ সময় খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, প্রেসক্লাব সভাপতি এসএম নজরুল ইসলাম, প্রমুখ উপস্থিত ছিলেন।

এসএইচ/ এস এস